অন্যান্য প্রতিষ্ঠানের মতো এ টেক জায়ান্টকেও কোভিড-১৯ মহামারির কারণে মার্চের শেষ দিকে নিজেদের সব দোকান অস্থায়ীভাবে বন্ধ করে দিতে হয়েছিল।
মাইক্রোসফট ২০০৯ সালে উইন্ডোজ ৭ বাজারে আনার সময় প্রথম নিজেদের আধুনিক রিটেইল স্টোর চালু করেছিল। তাদের ওয়েবসাইট অনুযায়ী, বিশ্বব্যাপী মাইক্রোসফটের ৮৩টি দোকান রয়েছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রেই আছে ৭২টি। এসব দোকানে ল্যাপটপ ও অন্যান্য হার্ডওয়্যার প্রদর্শন ও বিক্রি করা হয়।
অনলাইনে বিক্রির পরিমাণ ক্রমাগতভাবে বাড়তে থাকায় খুচরা ব্যবসাতে ‘কৌশগত পরিবর্তন’ আনার অংশ হিসেবে মাইক্রোসফট শুক্রবারের ঘোষণাটি দিয়েছে।
তবে প্রতিষ্ঠানটি চারটি দোকান- লন্ডন, নিউইয়র্ক, সিডনি ও নিজেদের শহর সিয়াটলের পাশের রেডমন্ডে খোলা রাখবে। কিন্তু সেগুলোকে নতুনভাবে সাজানো হবে বলে কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে।
দোকানে কাজ করা সব কর্মী কোম্পানির সাথে থাকার সুযোগ পাবেন বলে মাইক্রোসফট জানিয়েছে।